আমাদের কথা খুঁজে নিন

   

কৈশোর চুরি

ওর কৈশোর চুরি হয়ে যাচ্ছে। ও জানে না। জানবে কেমন করে?সকাল থেকে রাত, এক হাতে চা রাখার ফ্লাক্স অন্য হাতে কাপ রাখার বালতি। সোহরাওয়ারর্দী উদ্যানের এদিকটায় প্রায়ই দেখা হয় ওর সাথে। আমাকে দেখলেই ছুটে আসে।

বলে,বাই, ছা খাবেন? আমিও হেসে বলি, দাও এক কাপ। ও খুব যত্ন করে কাপ ধোয়, চা দেয়। আমি গরম চায়ে চুমুক দিযে ওর কথা শুনি। ওর ময়ের কথা, ওর গাঁয়ের কথা। ও খুব আগ্রহ নিয়ে বলে।

মানুষ বোধহয় এমনই, তার বুকের কথা কাওকে জানাতে চায়। আমি ওকে বলি , তুমি যে পড়তে পার না, ঘুরতে পার না, তোমার খারাপ লাগে না? ও বলে , ভাইজান ফেডট বাত না তাকলে কারাপ লাগে( পেটে ভাত না থাকলে খারাপ লাগে ) আমি বুকের ভেতর একটা কষ্ট টের পেলাম। ও জানল না বুঝল না কৈশোর কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।