আমাদের কথা খুঁজে নিন

   

দাউদ হায়দারের কবিতা



জন্মে জন্মে আমি বিদ্রোহী।। আমাদের স্ফুরিত বৃত্তে পূর্ণতা আনো, পূণ্য শ্রাবণী- রিক্ত স্বদেশে ব্যাপ্ত অন্ধকার; নৈতিক আন্দোলন একমাত্র তোমাকেই জানি সত্য, আনন্দিত, উন্মোচনে। পেয়েছ প্রকৃতি, কেননা মানুষ মঞ্জরী শস্যের প্রেমিক। সৃষ্টিমুগ্ধ আহ্বানে পেতেছ সংসার। তোমার চারিদিক বোধের শূণ্যতা, দীর্ঘ অমানিশা আর মাতাল তরণী। জায়মান দিনের গভীরে কি উতরেল দুঃখের ঘ্রাণ, অবিরাম বৃষ্টিপাত আর অসুখের পূর্ণনির্মাণ? -জটিলতা ছিন্ন ক'রে কে যায় প্রবাহিত ত্রিকাল?-শতপাক উদ্ভিদে তোমারও জীবন; যে যায় ছিন্নমূলে, যাক। ভয়ংকর ঝঞ্ঝার গভীরে সমাহিত জল; ছোটে তরঙ্গ, বন্যায় ডোবে দেশ;-আমি, জন্মে বিদ্রোহী; ফিরে আসি বাংলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.