আমাদের কথা খুঁজে নিন

   

'দাউদ ইব্রাহিমকে খুব তাড়াতাড়ি ভারতে আনা হবে'

আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দাউদ কোথায় লুকিয়ে আছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে তা জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানান, দু দেশের সহযোগিতাতেই ধরার চেষ্টা করা হচ্ছে মোস্ট ওয়ান্টেড আন্ডার ওয়ার্ল্ড ডনকে।

দাউদকে নিজেদের হাতে পেতে বহুবার আন্তর্জাতিক মহলে চেষ্টা চালিয়েছে ভারত। এ বার তাই দাউদকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাহায্য নিচ্ছে দিল্লি।

সুশীল কুমার শিন্ডে জানান, এফবিআইকে দাউদের ঠিকানা দেওয়া হয়েছে। যৌথ অভিযানের ব্যাপারে দু দেশের অফিসারেররা আলোচনাও সেরে ফেলেছেন।

জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গেও দাউদের যোগসাজসের প্রমাণ মিলেছে। যার জেরে দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এ বার এফবিআইয়ের সাহায্যেই দ্রুত এই মোস্ট ওয়ান্টেডকে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

উল্লেখ্য, ১৯৯৩ মুম্বাই বোমা বিস্ফোরণের পরই ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় উঠে আসে দাউদ ইব্রাহিমের নাম। শোনা যায় পুলিশের হাত থেকে বাঁচতে এরপরই দুবাইয়ে আশ্রয় নেয় দাউদ ইব্রাহিম। তারপর করাচি হয়ে ওঠে এই আন্ডার ওয়ার্ল্ড ডনের ঠিকানা। দাউদকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়েরও পূর্ণ মদদ ছিল বলে অভিযোগ। যদিও দাউদকে নিয়ে বরাবরই ভারতের আনা অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.