থমকে থাকা বাতাস আমার ভাল লাগেনা
বন্ধুর বাসায় পড়তে যাবো বলে ব্যাগ গুছাচ্ছিলাম, এমন সময় বাবা রুমে ঢুকে তাচ্ছিল্যের সুরে আমাকে বলে, "তোমার এসব গান কবিতা উপন্যাস আর চিত্রকলাপ্রীতি এইবার ছাড়ো,খবরে দেখলাম বয়াতি আবদুর রহমানের ছেলে কাঁদতে কাঁদতে বলছে,অর্থ সাহায্য,সম্মান ওসব তো দূরে থাক,তার বাবাকে কেউ দেখতেও আসলোনা....যারা এইসব গান বাজনা লেখালেখি করে,তাদের সবার অবস্থা শেষ বয়সে একই হয়...দেখোনাই মাইকেল জ্যাকসন, হুমায়ূন আহমেদ.... মৃত্যুর সময় জীবন বলতে তাদের কিছুই থাকেনা ...তারা অসামাজিক.... "
বাবাকে জিজ্ঞেস করলাম,
"আব্বু,বয়াতি আব্দুর রহমানের লেখা কোনো গানের নাম বলো তো দেখি??"
আব্বু: ধুর,এইসব আজেবাজে গান কেউ শুনে... যতসব গাঁজাখোর....
আমি: মাইকেল জ্যাকসনের কোনো গান জানো??তার বিখ্যাত ড্যান্স মুভের নাম বলতে পারো??
আব্বু: ধেত্তেরি... এইসব নাচানাচি বেলাল্লাপনা কেউ দ্যাখে???যতসব মদখোর....
আমি: হুমায়ূন আহমেদের কোনো উপন্যাসের নাম জানো??
আব্বু: মাথামুন্ডু এইসব ছাইপাঁশ কেউ পড়ে?? যতসব বিড়িখোর....
আমি একটু হাসলাম.... ব্যাগ নিয়ে বের হতে হতে বললাম,
"বাবা, তারা বেঁচে থাকতে তাদের সৃষ্টি নিয়ে তোমার কোনো মাথাব্যথা ছিলোনা.... তাই তাদের মৃত্যু কিভাবে হয়,তাদের পাশে কে থাকে কে চলে যায়,এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।