বুধবার দুপুরে মোহাম্মদপুরে গজনবী রোডে ক্যাম্পে লাগা আগুনে ওই শিশুসহ আরো দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি সিএনজি চালিত অটোরিকশা মেরামতের দোকানে থাকা সিলিন্ডারের ফুটো দিয়ে গ্যাস বের হয়ে চায়ের দোকানে আগুন লাগে।
আহতরা হলেন- চায়ের দোকানদার আসিফ (৪০), তার মেয়ে সুমি আক্তার রোশনা (৮) এবং অটোরিকশা মেরামত দোকানের কর্মচারী মোস্তফা (৩৫)।
এদের মধ্যে গুরুতর অবস্থায় রোশনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
রোশনার হাত, পা ঝলসে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী মুন্না জানিয়েছেন, সিএনজি অটোরিকশা মেরামতের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ঠিক করার সময় এর গ্যাস লিক করে। এ সময় পাশের চায়ের দোকানে চুলার আগুনের সংস্পর্শে তা ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।