ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় তেহরানের সঙ্গে ছয়টি দেশের আলোচনা একটি সমঝোতায় পৌঁছেছে।
সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকদের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। জেনেভা আলোচনার পঞ্চম দিনে এ সাফল্য এসেছে বলে কূটনৈতিক সূত্রগুলো দাবি করেছে। গত বুধবার ওই আলোচনা শুরু হয়।
জেনেভা আলোচনায় ছয় জাতির মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। এই ছয় জাতির পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন। ইরানের পক্ষে আলোচনায় প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।