আমাদের কথা খুঁজে নিন

   

জেনেভা শান্তি সম্মেলনে যোগ দেবে সিরিয়ার বিরোধী জোট

অবশেষে জেনেভায় শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে সিরিয়ার বিদ্রোহীদের নির্বাসিত সংগঠন সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি। তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে বসে ভোটের মাধ্যমে তারা শান্তি আলোচনায় বসার এই সিদ্ধান্ত নিয়েছে।

সিরিয়ার যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, এতোদিন সেখানে যোগ দিতে এসএনসি রাজি হচ্ছিলো না। দেশটিতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যে অন্তর্বর্তীকালীন সিরীয় সরকারের কথা ভাবা হচ্ছে, সেই সরকারে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ থাকলে এসএনসি আলোচনায় যোগ দেবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমাদের চাপের মুখে তারা রাজি হয়েছে।

শান্তি আলোচনায় এসএনসি যোগ দেবে, কি দেবে না প্রশ্নে যে ভোট গ্রহণ হয়েছে, সেখানে ৫৮ ভোট পড়েছে আলোচনায় যোগ দেবার পক্ষে আর চোদ্দটি পড়েছে বিপক্ষে। তবে সংগঠনের প্রায় ৫০ জন সদস্য ভোটে অংশ নেয়নি।

এদিকে, এসএনসি'র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমেরিকা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.