আমাদের কথা খুঁজে নিন

   

জেনেভা ক্যাম্পে বোমা কারখানা বিস্ফোরণে দুজন আহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।

গতকাল দুপুরে র্যাব-২ ওই ক্যাম্পে অভিযান চালিয়ে ১০০ শক্তিশালী ককটেলবোমা এবং বোমা তৈরির এক কেজি গানপাউডার উদ্ধার করে।

র্যাব জানিয়েছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনার সূত্র ধরে এই কারখানাটির সন্ধান মেলে। এখান থেকেই রাজধানীসহ আশপাশ এলাকায় বোমা সরবরাহ করা হয়। যা অবরোধ-হরতালে ব্যবহার হচ্ছে।

বোমা তৈরি বাদেও যানবাহনে অগি্নসংযোগে গানপাউডার ব্যবহার করা হচ্ছে।

এ ঘটনায় মোহাম্মদ শাহিন (৩৫), সাবি্বর হোসেন (২০) ও বশির মিয়া (২৮) নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বোমাহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেকেই রাজধানীর পেশাদার বোমাবাজ। দীর্ঘদিন ধরেই তারা বোমা তৈরি করে সরবরাহ করছে বলে র্যাব জানায়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম জানান, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য জেনেভা ক্যাম্পে ককটেল ও হাতবোমা তৈরি করতে গিয়ে তা বিস্ফোরণে শাহিন ও সাবি্বর নামে দুই বোমাবাজ আহত হয়। পরবর্তীতে বশির নামে তাদের এক সহকর্মী আহতাবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, বোমা বিস্ফোরণে দুজনেরই মুখমণ্ডল, হাতসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বশিরসহ আহত দুজনকে আটক করা হয়েছে বলে জানান এসআই সামসুল আলম।

এদিকে আহত শাহিন নিজেকে হোটেলকর্মী পরিচয় দিয়ে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, আমি ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় কে বা কারা হাতবোমা ছুড়ে মারলে তার কাছে এসে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজন আহত হয়। বোমা বিস্ফোরণের পর র্যাব-২ জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। সেখানে একটি ঘর থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.