সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
জেনেভায় এই আলোচনায় মূল ইস্যুতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা খুব কাছাকাছি চলে এসেছেন বলেও বলা হচ্ছে।
তারা মূলত সিরিয়ার রাসায়নিক অস্ত্র কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে আলোচনা করছেন।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জাতিসংঘের পরিদর্শকদলের প্রতিবেদনে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারের মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি আশা করছেন।
তিনি উল্লেখ করেছেন, এই প্রতিবেদন আগামী সোমবার প্রকাশ করা হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।