ইফতারের এক বিশেষ আইটেম বা খাবারের নাম মুড়ি। অধিকাংশই মুড়ি খান, খাবেনই। মুড়ি নেই তো মনে হয়- ইফতারী করা হলোই না।
বিদেশে যেতে এক যাত্রী নতুন, বড় কালো গার্বেজ ব্যাগে মুড়ি নিয়ে রওনা হয়েছে। নামার পর অপেক্ষা করছে কনভেয়র বেল্টে কখন তার কাংখিত ব্যাগের দেখা পাবে। চুপচাপ দাঁড়িয়ে। কিছুক্ষন পর দেখে বেল্টের কিছুতে লেগে ব্যাগ ছিদ্র হয়ে গেছে আর... মুড়ি ছড়িয়ে ছিটিয়ে খইয়ের মতো উড়ছে। স বাই জানতে চায় কার এটা, কে আনলো এমন জিনিস, এভাবে কেন দিল? মুড়িওয়ালা যাত্রী চুপচাপ, নীরবে কেটে পড়লো। বিদেশের ইফতারে তৃপ্তি আর শান্তি করে মুড়ি খাওয়া আর হলো না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।