আমাদের কথা খুঁজে নিন

   

আপনি মুড়ি খাইতে পারেন!!!

হলুদ পাঞ্জাবীর একটা অদ্ভুত ব্যাপার হল এই পাঞ্জাবী পরার পর নিজকে মহাপুরুষ মহাপুরুষ মনে হয়!!! ভালো কাজের নেশায় পেয়ে বসে। মানুষের আনন্দাশ্রু দেখতে তখন বড্ড ভালো লাগে, মানুষ হয়ে জন্মেছি অথচ মানুষের ঐ অশ্রু দেখবো না তাই কি হয়!!!! অমি রহমান পিয়ালের ফেইসবুক স্ট্যাটাসের স্ক্রিনসট এক ফ্রেন্ড ইনবক্স করেছে। নিচে লেখা ছিল " দেখেন কেমন হারামী শালা"!!! চাইলে ঘুরে আপনিও দেখে নিতে পারেন। (স্ক্রিনসট দেখতে ক্লিক করেন) উনার স্ট্যাটাসখানা পড়বার পর আমি কি বলবো ভেবে পাইনি। সেই বন্ধুকেই বলছি শাহবাগের গণজাগরন মঞ্চ হবার ১১ দিনের মাথায় আমার এক ব্লগে বলেছিলাম অমি পিয়াল ঐ মঞ্চের নেতৃত্ব দেবার ক্ষমতা রাখেনা।

কেন রাখেনা সেটাও ব্যাখ্যা করছিলাম। এক কথায় এখন যদি বলতে বলা হয় তাহলে আমার কথার সারমর্ম ছিল সে ঘোর আওয়ামীলীগার। সে যদি আওয়ামী পন্থী হত তবে কোন সমস্যা হতোনা। এই দুইটার পার্থক্য বোধ করি এখন আর বোঝাতে হবেনা!!! নোভা ব্লাস্টের মাধ্যমে ভবন ভাঙ্গা শিল্পের যে খুটিনাটি আর ষড়যন্ত্রতত্ত্ব ৩৩ হাজার ফলোয়ারকে খাওয়াতে চাইলেন তা কতটা সফল বলতে পারছিনা। তবে উইথ ডিউ রেসপেক্ট কইতাছি তোমারে চোদার টাইম নাই!!!! কখনই ছিলনা।

তুমি মুড়ি খাইতে থাকো আর তোমার এই স্ট্যাটাসে যে ৫৭৫ জন লাইক মারছে কিংবা যে ১১১ জন শেয়ার মারছে হেগোও মুড়ির ভাগ দিও!! দেশের এবং দেশের মানুষের প্রয়োজনের চেয়ে দলকে বাঁচানোটাই যার কাছে বেশী প্রধান্য পায় হেগো মুড়ি খাওয়াই ভালো। প্রায় সাড়ে তিন শো লাশ আর হাজার খানেক আহত শ্রমিকের ক্ষোভ এড়িয়ে যেতে চাচ্ছেন? কারন কি? ওরা আপনার ফেইসবুক স্ট্যাটাসে লাইক দিবেনা, শেয়ার দিবেনা, ওদের সাথে আপনার বাম- ডান রাজনীতি নিয়ে তর্ক হবেনা তাই? ভাই পারলে সাভারের জন্য কিছু করেন না পারলে ঘরে বইসা পরিষ্কার হন !!! তাও বিভেদ সৃষ্টি কইরেননা। লাশ উদ্ধার করেন, আহতদের সেবা দেন, শুয়োরেরবাচ্চা যুবলীগটারে ধরেন। এখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়ার সময় না, মুখটা বন্ধ রাখেন- নাইলে ঐ সেলাই দিদিমনিরা পাইলে মুখ সেলাই করে দিয়ে আসবে। তারা ফেইসবুকে আপনার স্ট্যাটাস লাইক করতে না পারলেও সেলাইরের কাজটা বড় ভালো পারে...!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।