রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D
সবাই আগে কন কেমুন আছেন । এই কয়দিন বড় কস্টে আছিলাম , শালার নেট লাইন চরম ডিস্টার্ব দিছে । আর ( আমাগো এলাকার ) ব্রডব্যান্ড এর লোকজনরাতো সুয়ারেজ লাইনের ঢাকনা , দেহাই যায়না ফুন দিলে কয় আইতাছি , সেই আসতে আসতে চাইর দিল লাগাইল । হেগো পিছনে এ কয়দিন ঘুইরা হের পর আব্বা সোনা কইয়া ঠিক করাইছি । তার উপর আবার মেজাজ খারাপ করা আরেক কাহীনি হইল , গত ২৬ তারিখ দিলাম এক ওপেন বুক এক্সাম ( বই পত্র , ইন্টারনেট সব কিছু ইউস করা যাইব ) ।
ভাবলাম বইতো দেহা যাইব , পইড়া আর কি হইব ( সবই ছলনা ) । পরীক্ষার হলে গিয়া হইল মেজাজ খারাপ , কিছু খুইজা পাইনা । । আন্ধার মতন পরীক্ষা দিয়া আইলাম । রেজাল্ট দিল , কোন রকম নাম্বার পাইছি ।
দুঃখ এইখানে যদি শেষ হইত তাইলে আর কি কইতাম.............. । ।
গত ৬ মাস আগে এলিফেন্ট রোড থেইকা একজোড়া চটি জুতা কিনছিলাম । পরশু দিন গইনা দেখলাম এই জুতাতে ২৪ টা পেরেক ( প্রত্যেক পাটিতে ) এবং ৮ বার সিলাই করা হইছে । এখন ইহাতে পেরেক এবং সেলাই কোনটাই দেওনের যায়গা নাই ।
আবার সামনে ঈদ , ভাবলাম নিজের লাইগা একজ়োড়া জুতা কিনা আনি । প্রথমে গেলাম বাটা আর এপেক্স এ যেটা চয়েচ হয় , সেটার দাম দেখলে এক গ্লাস পানি খাওন লাগে ( তাও রাখছি রোজা ) । ঘুইরা ফিরা আবার এলিফেন্ট রোডে গিয়া হাজির হইলাম । বহুত দোকান ঘুইরা , বহুত দামাদামি কইরা শেষ পর্যন্ত এক জোড়া জুতা চয়েচ হইল , কিনলাম । ভাবলাম সারাদিনের ঘুরাঘুরি সফল হইছে ।
পছন্দের দামে পছন্দের জুতা পাইলাম । ২ ঘন্টার জ্যামে বইসা ,বাসায় আইসা দেখি জুতা এক সাইজ বড় ঢুকাইয়া দিছে । বড় ভাই কইল এই জোড়া আমারে দিয়া দে , তুই আবার যাইয়া তোর লাইগা কিনা আন । কি আর করা আজকে সারাদিন লাগাইয়া ( ঢাকার রাস্তায় এখন যেই জ্যাম ) আবার কিনা আনলাম আসল সাইজের জুতা । এবার শুনেন আসল দুঃখের কাহীনি , আইসা দেখি বাসায় মাঠা কিনা আনা হইছে ।
ইফতারি কইরা খাইলাম এক গ্লাস । এখন খালি আইতাছি আর যাইতাছি ( বাথরুমে ) ।
আমার দুঃখ বোধ হয় আর জেবনেও শেষ হইব না ।
বহুত দুঃখের কাহীনি শুনাইলাম , এইবার জুক্সখান কই , ( জুক্স খানায় একটু এডাল্ট ভাব আছে আগেই কইয়া দিলাম )
এক লোক , গেল ঈদের শপিং করতে , কিন্তুক বাজেট কম । তো অল্প বাজেট দিয়া দেখে কিছুই কিনতে পারেনা ।
শেষ পর্যন্ত কি আর করা , বাজেটের মধ্যে পাইল , আন্ডারওয়্যার , তাই নিয়া আসল । বাসায় আইসা বৌরে কইল , এইটা ভালো কইরা ধুইয়া দেও । বৌ ধুইয়া রইদে টাঙ্গাইয়া দিল । পরের দিন ঈদ , সেই ব্যাক্তি ঈদের নামাজে যায় আর ভাবে , সবাই ঈদে পাঞ্জাবী কিনছে তা দেখাইতাছে , ফতুয়া কিনছে তাও দেখাইতাছে , আবার যারা শার্ট কিনছে তারাও দেখাইতাছে , আমি তো কিনলাম মাত্র একটা জিনিস , তা লোক জনরে দেখাই কেমনে
অনেক ভাইবা সে এক উপায় বাইর করল , নামাজ শেষে সে বাসায় ফিরার সময় , লুঙ্গি উপরে তুইলা ধইরা হাটা শুরু করল । আশে পাশে তাকাইয়া দেখে সবাই তার দিকে অবাক হইয়া তাকাইয়া আছে ।
সে দেখে আর মনে মনে ভাবে , অন্যগো দামী দামী কাপড়ের দিকে না তাকাইয়া সবাই আমার আন্ডারওয়্যার এর দিকে তাকাইয়া আছে , তাইলে নিশ্চই জটিল আন্ডারওয়্যার কিনছি ।
বাসায় আইসা বৌরে খুশি মনে কয় , জানো আকজে সবাই আজকে আমার আন্ডারওয়্যার এর দিকে কেমনে অবাক হইয়া চাইয়া আছিল । ।
বৌ তো অবাক , , তোমার আন্ডারওয়্যার দেখল কেমনে আন্ডারওয়্যার তো বারান্দায় রইদে ঝুলতাছে ।
(পোস্টটা কতক্ষন আগে দিছিলাম পুরাপুরি গায়েব হইয়া গেল কেমনে বুঝলাম না )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।