জীবন চলছে। চলতেই হবে। এই চলার পথের চেনা-অল্পচেনা অথবা অচেনা মানুষগুলোর গল্প এভাবেই বলে যাবো প্রতিনিয়ত ।
আশ্চর্য !!! নীরব থেকেও যে কথা বলা যায় আগে জানা ছিল না । তুমি নীরব ছিলে , ছিলাম আমিও।
তবুও দূর থেকেই কিভাবে যেন পড়তে পারছিলাম একে অন্যের মনের ভাষা।
শব্দহীনতায় হারিয়েছিলাম আমরা। তবু তুমি শুনেছ আমার ভেতরে বয়ে চলা শ্রাবণধারা। দূরের তোমার চোখের চাহনিতে অনুভব করেছি তোমার ভেতরের অবসাদ, তোমার ক্লান্তি। তোমার দৃষ্টিতে ছিল একটুকু প্রশ্রয় পাবার আকুল আবেদন।
তারবিহীন অন্তর্জালের ফাঁক গলে তোমার আমার এই আকুলতার পরস্পরের কাছে ছড়িয়ে পড়া - সত্যি অনেক অবাক লাগে ভাবলে।
তবে তুমিই কি আমার অন্তরাত্মার সবচেয়ে আপন সেই মানুষ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।