জীবন চলছে। চলতেই হবে। এই চলার পথের চেনা-অল্পচেনা অথবা অচেনা মানুষগুলোর গল্প এভাবেই বলে যাবো প্রতিনিয়ত ।
আচ্ছা আজকের দিনের লেখাটা কাল রাতে দেখা স্বপ্নটা দিয়েই শুরু করা যাক।
ইট বিছানো একটা স্যাঁতসেতে রাস্তা , দুপাশে ইয়া বড় বড় ড্রেন।
ড্রেনের মধ্য দিয়ে পঁচা গন্ধওয়ালা কালো পানি বয়ে যাচ্ছে। সেই রাস্তা ধরে আমি দৌড়াইতেসি, পেছন পেছন কারা যেন আমাকে তাড়া করতেসে। দৌড়াইতে দৌড়াইতে আবিষ্কার করলাম জায়গাটা আসলে একটা ট্যানারি। তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে একসময় দেখি লুকায়ে পড়সি একটা খালি ট্রেনের বগিতে। এবার আমি তাড়াকারীদের মুখ দেখতে পেলাম।
এরা ছিল চোরাকারবারীদের দলের লোক। [আমার পিছে ক্যান লাগসে আল্লাহ মালুম ]
হঠাৎ দেখি খালি ট্রেনের বগির মধ্যে কারা জানি কথা কয়। এদিক ওদিক খুঁইজা দেখি দিতি আপা আর সিরিয়াস থুক্কু ইলিয়াস কাণচ্ছন ভাই। এইখানে অরা কি করতেসে যেই জিজ্ঞেস করতে গেসি আর ঘুমটা গেল ভেঙ্গে।
শুরুটা যখন স্বপ্ন দিয়ে শেষটাও স্বপ্ন দিয়েই হোক।
বিকালের দিকে একটু ঘুম ঘুম লাগছিল। আর থাকতে না পেরে বাধ্য হয়েই ঘুমকে একটু প্রশ্রয় দিলাম। চোখটা যখন একটু লেগে আসছিলো , হঠাৎ দেখি আমার খুবই প্রিয় অভিনেতা টম ক্রুজ আর আমি , সুন্দর বিকেলে বেড়াতে বের হয়েছি। খুব সুন্দর একটা বাগান ,সবুজ ঘাস, রং-বেরংএর ফুল , পাখি আর ....... থাক আর বললাম না ।
[আজকে আপাতত এটুকুই।
]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।