আমাদের কথা খুঁজে নিন

   

চলতে চলতে -২

জীবন চলছে। চলতেই হবে। এই চলার পথের চেনা-অল্পচেনা অথবা অচেনা মানুষগুলোর গল্প এভাবেই বলে যাবো প্রতিনিয়ত ।

বাসা থেকে বের হয়ে গলিপথের মুখটিতে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। হঠাৎ খেয়াল করলাম পাশে সাদা অ্যাপ্রন পড়া একটি মেয়ে এসে দাঁড়িয়েছে।

সেও বোধ হয় আমারই মত অপেক্ষা করছিল রিক্সার জন্য। অপেক্ষা করতে করতেই মনে পড়ে গেল বাবার কত স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। বংশে একজন অন্তত ডাক্তার হোক -এটাই ছিল আশা। সেই আশা পূরণের স্বপ্ন দেখছিলেন আমাকে নিয়ে। কিন্তু পারিনি আমি আমার বাবার অনেক সাধের এই আশাটি পূরণ করতে।

অথচ আমার বাবা তার এই অযোগ্য মেয়েটার কোন চাওয়া অপূর্ণ রাখেননি। গভীর রাতে একলা ঘরে পড়তে যখন খুব ভয় পেতাম তখন মা আমার রাত জাগার সঙ্গী হতেন। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর আমার জন্য রাত জাগাতে তার কখনো বিরক্তি ছিল না। মাথার যন্ত্রণাটা যখন কুঁড়ে কুঁড়ে খেতো আমাকে মা সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। আমার বাবা-মায়ের সবচেয়ে আদরের মেয়ে আমি।

তারা আমার সুখের জন্য কত কিই না করেছেন। কিন্তু আমি তাদের কোন আশাই পূরণ করতে পারিনি। এজন্য কখনো তাদেরকে আমার উপর রুষ্ট হতে দেখিনি। বরং সবসময় হাসিমুখে তারা আমার আবদারগুলো মিটিয়েছেন। জগতের শ্রেষ্ঠ বাবা-মা তারা।

সৃষ্টিকর্তার কাছে শুধু তাদের মঙ্গল কামনা করা ছাড়া তাদের জন্য আর কিছুই কখনো আমি করতে পারিনি। সৃষ্টিকর্তা সবসময় তাদের ভালো রাখুন , সুস্থ রাখুন , তাদের দীর্ঘায়ু দান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.