আমাদের কথা খুঁজে নিন

   

চলতে চলতে সামুতে সাত বছরের পথ পরিক্রমা .......

shamseerbd@yahoo.com সাত বছর আগে পাঁচই ফেব্রুয়ারি সকাল সাত টায় সামুতে রেজিষ্ট্রেশন করেছিলাম, নিশ্চিত ভাবে বেকার জীবনের সেই সময়ে সারারাত জেগেছিলাম, না হলে সকাল সাত টায় এই কর্ম করার কোন কারন ই আমার নেই । প্রথম আলোর অনলাইন ভার্সেনে ঠিকানা পেয়ে এসেছিলাম সামুতে । সময় কত দ্রুতই না বয়ে চলে, সাত সাতটি বছর চলে গেল, পাওয়া না পাওয়ার নানা সমীকরন সাথী করে পথ চলাও থেমে নেই । প্রথম দিক কার নিয়মিত একজন পাঠক, ধীরে ধীরে ছবি ব্লগ দেয়ার মধ্য দিয়ে এগিয়ে গেছে সামুর পথ চলা । এক সময় সাহস করে ছোট গল্প লেখা শুরু করেছিলাম ।

সে সাহসী পথ চলায় একসময় বই মেলাতে আমার লেখা গল্প নিয়ে একটি বই ও বের হল। এর জন্য শুধু এবং শুধুই সামুর কাছে কৃতজ্ঞতা । সামুতে বাংলা লেখার সুযোগ না পেলে এই সৌভাগ্য কোন দিন ও হত কিনা জানিনা । আমার এই পথ চলাতেই আনন্দ । আর সেই আনন্দের সাথী এখন সামুও ।

কোথাও গেলে ভাবি এই নিয়ে সামুতে কিছু লেখা যায় কিনা । সু্ন্দরবনে বসে প্রথম ব্লগার হিসেবে ব্লগিং করা থেকে শুরু করে বাংলাদেশের যত জায়গায় ঘুরেছি তার সবই ধরে রাখার চেস্টা করেছি এই সামুর পাতায় । বলতে গেলে নাওয়া খাওয়া থেকে শুরু করে সবইত শেয়ার করে ফেলি এই ব্লগে। বিয়ে কিংবা হানিমুন যাই হউকনা কেন সেটা ব্লগে শেয়ার না করলে প্রিয় ব্লগ বন্ধুদের না জানালে মনে হয় বি্ষয়টি যেন অপূর্ণই রয়ে গেল। অন্যরকম একটা জগত এই ব্লগ, আমিত বলি মাছের বাজার।

কি নেই এতে, ছোট্ট একটা বাংলাদেশ এই ব্লগ, বাংলাদেশের মানুষের নানা চরিত্রই খুজে পাওয়া যায় এই ব্লগে প্রতিনিয়ত তা অর্থের দিক দিয়ে ভাল হউক কিংবা মন্দ। ভাল মন্দের মিশেল যেমন আমাদের বাস্তব সমাজ তেমনি ভাল মন্দের উপস্হিতি এই ব্লগে । কারো জন্য ঝাপিয়ে পড়া থেকে শুরু করে কারো চৌদ্দ গুষ্ঠী উদ্ধার সবই হয় এই মনের খাতায় । একসময় ব্লগীয় নানা ঘটনা মনপীড়ার কারন হলেও এখন অনেকটা তা থেকে মুক্ত, আমার কাছে ব্লগ মানে মনের খাতা, ইচ্ছে মতন লেখার খাতা, আর অন্যের মনের উপর যেহেতু আমার হাত নেই তাই তা নিয়ে মাথা ঘামানোর ও কোন মানে নেই । নানা ব্যস্ততায় প্রতিদিন সব ব্লগ এখন আর পড়া হয়না, তবুও সময় করে আসি, চোখ বুলাই, হয়ত শুধুই পড়া হয় কোন কমেন্ট করা হয়না !! সামু জীবনের সব থেকে বড় পাওয়া আমার ছেলেকে নিয়ে লেখা 'আমাদের তুই ' সিরিজ, পৃথিবীতে তার আগমনের সাথে জড়িত প্রতিটি ঘটনাই চেস্টা করেছি এই মনের খাতায় লিখে রাখতে।

সে কখনো পড়বে কিনা জানিনা তবে সামুর পাতা আমি অনেক দিন পড়েও হয়ত উল্টিয়ে দেখব সেসব অনুভূতি গুলোকে আবার ছুয়ে দেখার জন্য । এমন একটি সুযোগ দেয়ার জন্য আবার ও সামুর প্রতি ভালবাসা । চলতে থাকুক ব্লগিং, পথ চলা হউক নিরন্তর প্রিয় ব্লগারদের সাথে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.