আমাদের কথা খুঁজে নিন

   

অকারণে মনের মিছিল ভেঙ্গে

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

প্রতিবাদ মিছিল করতে চাইনে তবু হয়ে যায় , অকারণে মনের মিছিল ভেঙ্গে খসে পড়ে অশ্লীল স্লোগানেরা । প্রতিপক্ষকে ঘায়েল করতে মন চাই না আর, ইচ্ছে করে প্রতিবাদ মিছিলের সকল প্লেকার্ড, ব্যানার, স্লোগান একত্র করে পুড়িয়ে ফেলি , নিউট্রন বোমা মেরে ধ্বংস করি মিছিলের হাত পা সবকিছু । প্রতিপক্ষকে ঘায়েল করতে মন চাই না আর, চাই অজস্র ভালবাসার গানে গানে অসীম প্রীতির বন্ধনে আবদ্ধ করতে, শান্তি ও সাম্যের স্লোগানে স্লোগানে একটা কিছু করতে । প্রতিপক্ষও কি পারে না ? রাগ অনুরাগ সব ভুলে পঁচা অতীতের সকল স্মৃতি বিস্মৃতিকে জলাঞ্জলী দিয়ে একই সুরের বন্ধনে আবদ্ধ হতে ? পারে না প্রীতি ও সাম্যের পতাকা নিয়ে এক একটি দিনকে এক একটি ইতিহাস করতে ??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.