আমাদের কথা খুঁজে নিন

   

অকারণে ---

সঞ্জয় মিঠু

অকারণে অনেক কথা বলতে ইচ্ছে করে; মিনা অকারণে তোমাকে নিয়ে ঘুরতে ইচ্ছে করে, রিক্সায়, নৌকায়, ট্রেনে। অকারণে তোমাকে নিয়ে হেটে যেতে ইচ্ছে করে কর্ষিত ক্ষেতের আল ধরে দূরে, বহু দূরে যেখানে সুখের হীম, দুঃখের নগরদোলা অকারণে ফিঙে পাখির মত উড়তে ইচ্ছে হয়; মিনা। সবুজ রঙা শাড়ির আচঁল ধরে বসে থাকতে ইচ্ছে করে, কোন কারণ ছাড়াই ভাবতে ভাল লাগে একটি নদীর তীর; বেলাভূমির সাহ্নানে তুমি আর আমি। গোধুলিলগ্নের স্মিত হাসি, সাত রঙের উড়াউড়ি কোন কারণ ছাড়াই ফুটুক না কোন ফুল; নতুন প্রজন্ম কারণহীন ভাবে বেড়ে ওঠে আগাছা, লতা, জঙ্গল কারণে অতলে তলিয়ে যায় সংস্কারের ঘোড়া উষ্ণ হয়; চরম সুখ লোভী উন্মাদ নিশান। অকারণে তোমার হাত, হাতে নিয়ে খেলতে ইচ্ছে করে; অর্থহীন কোন খেলা। একটি কারণে বার বার ছুটে যেতে ইচ্ছে করে তোমার কাছে; মিনা। মিনা বলতে পারকি; কি সেই কারণ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.