আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপল ব্যবহারকারীরা ঝুঁকছেন অ্যান্ড্রয়েডে

বাড়ছে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের ব্যবহারকারী। খবরটি অনেক দিন আগের হলেও সম্প্রতি জানা গেছে, অ্যাপলের আইওএস ব্যবহারকারীদের অনেকেই এখন অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছেন। অপারেটিং সিস্টেমের বাজারে অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছে অ্যাপল।
সম্প্রতি কনজিউমার ইনটেলিজেন্স রিসার্চ পার্টনারস (সিআইআরপি) কর্তৃক প্রকাশিত এক তথ্যে জানা গেছে, গত বছর মোট আইফোন ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করছেন। একই সময়ে ৭ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েডচালিত স্যামসাং ছেড়ে অ্যাপলের আইফোন ব্যবহার করছেন।

তবে শুরুতেই ব্যবহারকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে এগিয়ে আছে অ্যাপল। তথ্য অনুযায়ী স্যামসাং ব্যবহার করেন এমন প্রায় ৩৭ শতাংশ ব্যবহারকারীই আগে অ্যাপল অথবা অন্য ওএসের স্মার্টফোন ব্যবহার করেছেন।
তবে স্মার্টফোন পছন্দের ক্ষেত্রে বড় একটি কারণ হচ্ছে, আগে থেকেই নির্দিষ্ট ওএসের সঙ্গে অভ্যস্ত থাকার বিষয়টি। সিআইআরপির তথ্য অনুযায়ী প্রায় ৪২ শতাংশ ব্যবহারকারী আগে থেকেই অ্যাপলের ওএস আইওএস ব্যবহার করতেন, পরে যাঁরা আইফোন নিয়েছেন। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত স্মার্টফোন ক্রেতাদের ওপর পরিচালিত জরিপে এসব তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি।


জরিপে আরও জানা গেছে, স্যামসাংয়ের তুলনায় অ্যাপল ব্যবহারকারীরা উচ্চবিত্ত শ্রেণীর ও বেশি শিক্ষিত। আর প্রায় ৬৯ শতাংশ ব্যবহারকারীর বয়স ১৮ থেকে ৩৪-এর মধ্যে। তবে সামগ্রিক সুবিধার দিক দিয়ে অ্যাপলের স্মার্টফোনের বাজার কিছুটা কমেছে, যেখানে এগিয়েছে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজচালিত স্মার্টফোন। —দ্য টেলিগ্রাফ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।