দিনাজপুরে স্বামী-স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও টাঙ্গাইলে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন ২৫ জন।
দিনাজপুর : চিরিরবন্দরের বেকীপুলে গতকাল তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- ইকবাল সরকার লিটন ও তার স্ত্রী শাহিনা বেগম। অন্যদিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চাঁদগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী বেলাল উদ্দীন।
ঝিনাইদহ : ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় গতকাল ট্রাকচাপায় মিলন কুমার নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুলাল মন্দিয়া নামক স্থানে নসিমন উল্টে এক নিহত হয়েছে অজ্ঞাত পরিচয় যুবক।
ঠাকুরগাঁও : শহরের পল্লীবিদ্যুৎ সমিতির সামনে গতকাল ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এনামুল নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক আধঘণ্টা অবরোধ করে রাখে।
টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া করাতিপাড়া বাইপাস সড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে আকতার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। কলাপাড়া : রজপাড়া নামক স্থানে গতকাল ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর তিনজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মনির, বাদল ও সোহাগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।