আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নিহত ১২, আহত ১&#

কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া রংপুর, শ্রীমঙ্গল, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নয়জন। এসব ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছে। উপজেলা মাটিয়ারায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমী আক্তার, ফরহাদ হোসেন ও কামাল হোসেন। রংপুরের পীরগঞ্জের রওশনপুর নামক স্থানে শনিবার রাতে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এরা হলেন, আবদুস সামাদ ও আমিনুল ইসলাম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার বগুড়া-রাজশাহী বাইপাস সড়কের রামভদ্রপুরে শনিবার রাতে দুই ট্রাকের সংঘর্ষে হায়দুল ইসলাম নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী আবদুস সাত্তার নিহত হয়েছেন। চান্দুরা-আখাউড়া সড়কে শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা হাইস্কুল মোড়ে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা আক্তার নামে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনার চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ডে গতকাল এ দুর্ঘটনা ঘটে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.