আমাদের কথা খুঁজে নিন

   

হামলা সংঘর্ষে বিভিন্ন স্থানে নিহত ৪ আহত দু

হামলা সংঘর্ষে নীলফামারী, নেত্রকোনা, পটুয়াখালী ও দিনাজপুরে চারজন নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে আহত হয়েছেন দুই শতাধিক। ভাঙচুর করা হয়েছে বিএনপি-আওয়ামী লীগের কার্যালয়সহ ঘর-বাড়ি।

নীলফামারী : ডিমলায় জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এহছানুল হক নামে এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। উপজেলার দক্ষিণ বালপাড়া গ্রামে শনিবার এই ঘটনা ঘটে। গ্রামের শামসুল হকের সঙ্গে ইয়াসিন আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এদিকে সৈয়দপুরে ঈদের জামাত নিয়ে মসজিদ কমিটির সভাপতির সমর্থক ও সাধারণ মুসলি্লদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

নেত্রকোনা : জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে মোহনগঞ্জে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, তেঁতুলিয়া গ্রামের ফাইজ উদ্দিন ও তরিকুলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পটুয়াখালী : কলাপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কৃষক নাসির গাজী নিহত হয়েছেন। এ সময় মহিলাসহ আহত হয়েছে ১০ জন। উপজেলার পশ্চিম মধুখালী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে।

দিনাজপুর : চিরিরবন্দরে জমি বিরোধের জের ধরে শুক্রবার প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে জিকরুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া : গত শনিবার পৃথক সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় ১৫টি বাড়িঘর, ৫টি দোকানে ভাঙচুর অগি্নসংযোগ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর, বিজয়নগর, নাসিরনগর ও আখাউড়ায় এ সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

কুমিল্লা : তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এদিকে নাঙ্গলকোটের আদ্রা ঈদগাহ মাঠে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

বাগেরহাট : সদর উপজেলায় শনিবার বিকালে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, গোলাগুলিতে পুলিশসহ উভয় গ্রুপের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় উভয় দলের অফিস ও বিএনপির নেতা-কর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়। এ ঘটনায় ৩৫০-৪০০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত তিন দিনে পৃথক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। উপজেলার গাজীপুরা, উলুকান্দী ও পুরিন্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জের বারমাইসায় জমি বিরোধের জের ধরে শুক্রবার দুই দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। ওই এলাকার আশরাফুলের সঙ্গে আলমের বিরোধ চলে আসছিল।

কিশোরগঞ্জ : অষ্টগ্রামের আদমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আদমপুর বাজারের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

নওগাঁ : ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে ছুরিকাহতের ঘটনার জের ধরে জেলা শহরে তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। শহরের তাজের মোড়ের পাড় নওগাঁ এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.