আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় গণপিটুনিতে চার জলদস্যু নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ও জাহাজমারা ইউনিয়ন এলাকায় পৃথক গণপিটুনির ঘটনায় ৪ জলদস্যু নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, আশরাফ বাহিনী প্রধান আশরাফ, তার সহযোগী কেফায়েত উল্লাহ, ওসমান ও সারোয়ার। পুলিশের বিশেষ অভিযান চলাকালে দস্যুবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে পালানোর সময় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন এবং গণপিটুনির শিকার হন। নিহত ওসমান ও সারোয়ারের লাশ দুপুরে জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ এ সব স্থান থেকে একটি এলজি, ৩টি বন্দুক ও ২০টি রকেট বোমা উদ্ধার করেছে। পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫ জন গ্রেফতার হয়েছে।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান,নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার চরাঞ্চলসহ জেলাকে ডাকাত ও জলদস্যু মুক্ত না করা পর্যন্ত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। প্রসঙ্গত, হাতিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এ নিয়ে গত দুইদিনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনুস বাহিনীর প্রধান ইউনুস ও গণপিটুনিতে আলতাফ, আশরাফ, কেফায়েত, ওসমান ও সারোয়ারসহ ৫ জন নিহত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.