নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে রবিবার রাতে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও একজন। নিহত জেলেরা হলেন মো. আশ্রাফ উদ্দিন মিস্ত্রি ও রাহুল। নিখোঁজ জেলের পরিচয় জানা যায়নি।
ট্রলারের মালিক দিনাজ জানান, বিকালে আশ্রাফ ট্রলার নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান। গভীর রাতে আবহাওয়া খারাপ হওয়ায় সাগর থেকে জাল উঠিয়ে তীরে আসার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। নিঝুম দ্বীপের পূর্ব পাশে দমারচর এলাকায় তিন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে দিনাজ লোকজন নিয়ে বহু খোঁজাখুঁজির পর আশ্রাফের মৃতদেহ সাগরে ভাসতে দেখে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্য দুজনের সন্ধান পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।