ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে জমি দখলকে কেন্দ্র করে গতকাল দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার মেধি হাওরে ৭৭ একর জায়গা নিয়ে নাসিরপুর গ্রামের সৈয়দ আবু এমাদ মিয়ার সঙ্গে ওই এলাকার নাসিরপুর, দাঁতমণ্ডল ও কুলিকুণ্ডার গ্রামবাসীর বিরোধ চলছিল। বিরোধীয় জমিতে গতকাল দাঁদমণ্ডল গ্রামের লোকজন ঘর তুলতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন ২০ জন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র খালেক। নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ওসি জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।