আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ২&#

দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন ২৫ জন। নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম মুফতি নোমান মারা গেছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও ভুঁইগড় জামে মসজিদের ইমাম। অপরদিকে একই দিন আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসির একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজন।

বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর চৌমাথায় মাইক্রোবাসের ধাক্কায় মাহফুজা আক্তার মিথিলা নামে এক শিশু এবং একই মহাসড়কের গৌরনদীর কটকস্থলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বরুনেশ্বর হালদার নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় এবং বুধবার সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর চাটখিলে গতকাল ভোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- চাটখিল যুবলীগ নেতা আবু সুজায়েল, ভীমপুর গ্রামের মো. নাসির উদ্দিন, একই উপজেলার সুন্দর গ্রামের সাইদুজ্জামান রায়হান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে গতকাল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের দুজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের তুহিন চৌধুরী ও একই গ্রামের নুরজাহান বেগম।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রানীশংকৈল-নেকমরদ সড়কের মিরডাঙ্গী এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়াকুব আলী ও ইসমাইল হোসেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর নামক স্থানে গতকাল কাভার্ড ভ্যান চাপায় আলী হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ। ক্ষেতলাল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক গতকাল দুপুরে জয়পুরহাট শহরের টিএন্ডটি অফিসের সামনে বাসের ধাক্কায় নিহত হন। তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী এমপি, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এমপি শোক প্রকাশ করেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.