পাকিস্তানের সংঘাতপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সোমবার গভীর রাতে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় এ হামলা চালায় পাকিস্তানের জঙ্গিবিমানগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, সোমবার রাতে সন্দেহভাজন তালেবান আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই জঙ্গি বিমানগুলো তাদের গ্রামে হামলা চালায়। এ সময় অন্ধকারে লোকজন ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য দিগ্বিদিক ছুটতে থাকে। জঙ্গি বিমানের পাশাপাশি হামলায় হেলিকপ্টার গানশিপও ব্যবহার করা হয় বলে দাবি করেন স্থানীয়রা। বিমান হামলায় বেসামরিক প্রাণহানি সম্পর্কে কোনো মন্তব্য করেনি দেশটির সামরিক বাহিনী। আতঙ্কিত স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই এলাকা ছাড়তে শুরু করেছিল। তবে ওই এলাকায় কারফিউ জারি থাকায় হতাহতদের হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।