আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার কিছু ‘সংক্ষিপ্ত নাট্যচিত্র’

......আছি আরকি...

বাংলার কিছু ‘সংক্ষিপ্ত নাট্যচিত্র’ ১। অপার্থিব পরিচালনায়ঃ নাফে মুহাম্মদ এনাম আমার দেখা প্রথম বাংলা ভৌতিক সংক্ষিপ্ত নাট্যচিত্র। এবং এটি পরিচালক নাফে এনামেরও প্রথম সংক্ষিপ্ত নাট্যচিত্র। নাফে এনামকে চিনেন তো? হররপত্রিকার সম্পাদক। সামহোয়্যারইনে যিনি ‘হড়ড়ড় নাঁপে’ নামে পরিচিত! ভিডিওটি মুহম্মদ জাফর ইকবালের ‘ভীতু নিরঞ্জন’ গল্প অবলম্বনে নির্মিত।

গ্রামের মাতবর নিরঞ্জনকে খুন করে তার ঘর দখল করতে চায়। তারপর নিরঞ্জনের ভূত এসে প্রতিশোধ নেয়... মোট আট মিনিট এগার সেকেন্ডের এই সংক্ষিপ্ত নাট্যচিত্রে অপরিপক্কতার ছাপ স্পষ্ট। ভিডিওটিতে টেকনিকাল এপ্রোচ চমতকার তাতে কোন সন্দেহ নেই। ভাল ক্যামেরা ওয়ার্ক, ইফেক্টিভ এডিটিং। কিন্তু ভিডিওর লাইটিং (খুব সম্ভবত ক্যামেরার নাইট মুডে করা!), কিছুক্ষণ পরপর ফেইড ট্রানজিশন, চরিত্রদের হাস্যকর কন্ঠস্বর, সিলি এক্সপ্রেশান- এসব ছিল দেখার জন্য অত্যন্ত দৃষ্টিকটু...।

এবং অস্ত্র হিসেবে খুন্তির ব্যাবহার? হা...হা...হা...!!! তারপরও সব মিলিয়ে নাট্যচিত্রটি নেহাত মন্দ নয়। আপনিও বসে পড়তে পারেন কম্পিউটার স্ক্রিনের সামনে...কোন এক আকাশ কাল করা বৃষ্টিঝরা রাতে... নিঝুম অন্ধকারে... ভয় পাবেন? নাহ, তার গ্যারান্টি অবশ্য দিতে পারছি না! ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=itPyVidrxEI ২। Don’t run like me পরিচালনায়ঃ জাবেদ পাটওয়ারী চমতকার? হ্যা, আমার কাছে এই ভিডিওটি মোটামুটি ভাল লেগেছে। এক লোক ছবি তুলতে গিয়ে দেখতে পায়... কি দেখতে পায়? টেকনিকাল এপ্রোচ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ভিডিওটিতেও সুন্দরভাবে ব্যাবহ্রত হয়েছে। কিন্তু গল্পের কাহিনী এবং অভিনয় মোটেই সেরকম কিছু নয়।

তারপরও যদি হাতে সময় থাকে, তবে বসে পড়তে পারেন পিসির সামনে... আপনার জন্য কিছু চমক অবশ্যই অপেক্ষা করছে...! ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=UvDSLE8dbS4 ৩। বাংলায় নাকি সাই ফাই হয় না? পরিচালকঃ ??? প্রচুর ইফেক্টে ভরা একটি সংক্ষিপ্ত নাট্যচিত্র... সাধারণতঃ বাংলাদেশে এমনটি দেখা যায় না। অভিনেতার এক্সপ্রেশনও প্রশংসনীয়। তবে সবই যেন কেমন খাপছাড়া... হেলাফেলায় বানানো। সবমিলিয়ে অদ্ভুত সাই-ফাই ভিডিও! ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=wsfdIhFKpvE ৪।

জাজমেন্ট পরিচালকঃ শুভাশিস রায় চমতকার একটি সংক্ষিপ্ত নাট্যচিত্র! পুরো ভিডিওটিতে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট। চরিত্রদের অভিনয় নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাত্র পাঁচ মিনিটের এই সংক্ষিপ্ত নাট্যচিত্রটিতে পরিচালক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লাস্যভরা হাতছানিময় জগতের পেছনের কদাকার রুপটি তুলে এনেছেন নিপুণ দক্ষতায়। ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=vMsHrRkFzH0 ৫। হালকা... পরিচালকঃ সোহেল আফগানী রানা না, এটা ঠিক সংক্ষিপ্ত নাট্যচিত্র নয়।

একটা সিনেমার ট্রেইলার। বাংলাদেশের প্রথম এনিমেটেড মুভির ট্রেইলার! দুই বলদ নামের সেই অসম্ভব হাসির ভিডিওটা দেখেছেন তো? হ্যা, এটা সেই দুই বলদের নির্মাতা সোহেল আফগানী রানারই সিনেমা। একথা সত্য, রানা ভাইয়ের যেকোন এনিমেটেড শর্ট ফিল্ম দেখলেই আমার মনে হয়, লোকটা একটা নষ্ট প্রতিভা! তার নিজের কিন্তু ভাল কোন ভিডিও বানানোর ক্ষমতা নেই, আছে শুধু এনিমেশনে দুর্দান্ত দক্ষতা। রানা ভাইয়ের প্রত্যেকটা ভিডিওরই বৈশিষ্ট্য হল আশা জাগানিয়া শুরু, তারপর হাস্যকরভাবে মেজাজ খারাপ করে দেয়া সমাপ্তি! তার উচিত ছিল বরং ভাল কোন নির্মাতার পেছনে কাজ করা। যা হোক, বাংলাদেশের প্রথম এনিমেটেড মুভি যেহেতু... এই ট্রেইলারটি অবশ্যই আপনার দেখা উচিত।

ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=OLKOkXopRxg ৬। অবাক জলপান পরিচালকঃ তাশফিকাল!!!! কি বলবেন এটাকে? নিজের ঢোল নিজে পেটানো? নাকি স্বপ্নবাজ এক কিশোরের স্বপ্নিল পাগলামি? যা হোক, হ্যা, এই ভিড্যুটা আমিই বানিয়েছি! সুকুমার রায়ের অবাক জলপান নাটিকার শেষ দৃশ্য থেকে। প্রযুক্তিগত দিক থেকে এই ভিডিওটি উপরের ভিডিওগুলো থেকে শত মাইল পেছনে থাকতে পারে, কারণ উপরোক্ত সবগুলিই পেশাদার নির্মাতার তৈরি। একটাও এরকম হোম ভিডিও নয়। আমরা এই ভিডিওটা বানিয়েছি মোবাইল দিয়ে, তাই ভিডিওটি কিছুটা অস্পষ্ট।

সেজন্য দুঃখিত। এই ভিডিওতে আপনারা অবশ্যই ভাল টেকনিকাল এপ্রোচ আশা করেন না। এই ভিডিওতে যা দেখবার আছে, তা হলো অভিনয়। দুইজন নভিস কিশোরের প্রাণ ঢেলে দেয়া অভিনয়। ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=17fpK6L3z64


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.