আমাদের কথা খুঁজে নিন

   

রুবেলের অস্বীকার

বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা এবার অস্বীকার করলেন বাম হাতি স্পিনার মোশারফ হোসেন রুবেলও। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও ক্রিকেটার মাহবুবুল আলম রবিন অস্বীকার করেছেন। বিপিএল ফিক্সিং নিয়ে করা তদন্ত প্রতিবেদনে ৯ জনকে অভিযুক্ত করেছে আইসিসি নিরাপত্তা ও দুর্নীতি দমন কমিশন (আকসু)। এর মধ্যে ৬ জনই বাংলাদেশের। মোহাম্মদ আশরাফুল তো আগেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

তবে মোহাম্মদ রফিক ও শিহাব চৌধুরী মিডিয়াকে কিছু বলেননি।

আকসু যখন তাদের প্রতিবেদন দিয়েছে, তখন মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ডে ছিলেন মোশারফ হোসেন রুবেল। চার্জশিট পাওয়ার পর দেশে ফিরেন তিনি। গতকাল সিটি ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে রুবেল বলেন, 'আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই, পরিস্থিতির শিকার। বুঝতে পারছি না আমার নাম কেন, কিভাবে এসেছে।

ক্যারিয়ারের এ সময়ে এ ব্যাপার আমার জন্য অনেক বড় ধাক্কা। ' তবে যেহেতু চার্জশিটে নাম এসেছে তাই এখন আইনি লড়াই করেই জিততে হবে রুবেলকে। নিজেকে নির্দোষ প্রমাণ করার ব্যাপারেও আশাবাদী এই স্পিনার। তিনি বলেন, 'যে কারণেই হোক আমাকে অভিযুক্ত করা হয়েছে, এখন কেবল আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ রয়েছে। ইংল্যান্ডে আমার ব্যারিস্টার বন্ধুদের দেখিয়েছি।

ওরা বলেছে তেমন কিছু নেই, নিজের অবস্থান প্রমাণ করতে পারলেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব। ' রুবেল বলেন, 'চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ২ ফেব্রুয়ারির ম্যাচটি পাতানোর জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে। আপনারা যদি স্কোর কার্ড দেখেন সেই ম্যাচে ভালো করার পরও আমাকে অভিযুক্ত করা হয়েছে। ' সে ম্যাচে ৩ ওভার বল করে ১৭ রানে ২ উইকেট নিয়েছিলেন মোশারফ। 'ওই ম্যাচের আগে বা পরে কারোর সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি।

আমি জানতাম বেশি রান দেওয়ার জন্য ফিক্সিং হয় কম রান দেওয়ার জন্য বা ভালো করার জন্যও যে ফিক্সিং হয় তা জানতাম না। এই প্রথম শুনলাম। ম্যাচ পাতানো নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। ' মোশারফ বলেন, 'ভালো পারফরম্যান্সের পর কেন আমি হতাশ হবো? খারাপ বল করতে চাইলে ওভারে কয়েকটা বল শর্টবল করতাম, ফুলটস দিতাম। আমি এতো বোকা নই, খারাপ বল করার কথা বলে ভালো বল করব।

আমি খারাপ বল করিনি। নিজের স্বাভাবিক বল করে গেছি। ' জাতীয় দলে মোশারফ হোসেন রুবেলের অভিষেক হয় ২০০৮ সালে। খুব বেশিদিন খেলতে পারেননি। ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে খেলার জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।

সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই বিপিএল ফিক্সিংয়ের ধাক্কা। তবে এবার দৃঢ়তার সঙ্গে মোশারফ বলেছেন, তিনি ফিক্সিংয়ে জড়িত ছিলেন না। নিজে নির্দোষ প্রমাণ করাই এখন মোশারফের একমাত্র লক্ষ্য।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.