"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
Click This Link
রুবেলের ছবি, আমার ছড়া
বইমেলাতে দাঁত কেলাতে
ব্যস্ত ছিল সবাই,
রুবেল এসে তুললো ছবি
চুলতো দেখি নাই।
পিছন ফিরে দাঁড়িয়ে ভীড়ে
গল্পে ছিলাম মেতে,
কার এমন দায় পড়েছে
চুলের খবর নিতে!
টাক মাথাতে ফ্লাশ জ্বালাতে
ব্যস্ত ছিল রুবেল,
দারুন মজার ছবি তুলে
দেখবে সবার খেল্।
আমিই গাধা সাদাসিধা
গেলাম ফেঁসে একা,
টেকো মাথার তুললো ছবি
হয়নি ফিরে দেখা।
চকচকে টাক নেই কোন ফাঁক
দিব্বি মাথা জুড়ে,
এমন ছবি কোথায় পাবে
বই মেলাতে ঘুরে!
জিতলে বাজি সবাই রাজি
হবে নাকি চায়নীজ,
তাইতো লীনা বুঝিয়ে দিল
মেয়েরা কী চীজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।