আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত
ব্যক্তিগত ৩১তম বলেই রুবেল হোসেনকে বেপরোয়াভাবে হাঁকাতে গিয়ে বোল্ড হন এই অলরাউন্ডার। এরপর কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য করেন রুবেল। ঠিক পরের বলে নিশামের গ্লাভস ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে।
ডানে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে ক্যাচটা লুফে নেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ হওয়ায় উল্লাসে মেতে উঠেন রুবেলসহ বাংলাদেশ শিবির। পঞ্চম ওভারে নাথান ম্যাককালামকে মাশরাফির ক্যাচ বানিয়ে রুবেল তুলে নেন নিজের পঞ্চম উইকেট। ষষ্ঠ ওভারে সাজঘরমুখী করেন গ্রান্ট ইলিয়টকেও। ৫.৫ ওভার বল করে মাত্র ২৬ রানের বিনিময়ে ছয়টি উইকেট পান রুবেল।
হ্যাট্রিকসহ ৬ উইকেট লাভ করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রুবেল হোসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।