হে বিধাতা আমায় শক্তি দাও.........
আমি এক নিশাচর
এক রাতমজুর
নানান যায়গায় মজুরি খাটি
রাতে , গভীর রাত্রে
আমি রাতমজুর
ছুটে যাই পলাশী কিংবা ঢাকা ভার্সিটি এলাকায়
কিংবা পুরান ঢাকায়
রাতের সাথে কথা বলব বলে
যখন- যন্ত্রনাময় ইঞ্জিনিয়ারিং মাথায় ঢোকেনা
কিছুই ভাল লাগেনা
সোডিয়াম লাইট এর আলোয়
পুরো বুয়েট হয়ে যায় হলদেটে
যখন - হলের নির্জন পরিবেশে তোমাকে পাশে পেতে ইচ্ছে করে
কিন্তু তোমাকে ‘ভালবাসি’ বলতে না পারায়
হ্রদয়ে করুন ধ্বনি বেজে উঠে
সব ই রাত্রে , গভীর রাত্রে
আমি এক রাতমজুর
রাতমজুরি করি ফেইসবুক এ
বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্য
মনে শান্তি আনার জন্য
এক নজর তোমার ফেইস দেখব বলে
তোমার সাথে একটু chat করব এই আশায়
সব ই রাত্রে, গভীর রাত্রে
আমি রাতমজুরি করি some where in blog এ
অর্থহীন বেমানান কিছু আবর্জনাসুলভ লেখা লিখতে
অপেক্ষা করি কখন কোনো কমেন্ট আসবে
ভাল হোক আর খারাপ হোক
প্লাস কিংবা মাইনাস রেটিং আসবে
আমি এক নিতান্তই রাতমজুর
মনের কস্ট দূর করতে ভাবি -তোমার কথা
অর্থহীন জ়ীবনের সামান্য কিছু প্রাপ্তির কথা
তোমার সাথে আমার কিছু স্বর্গীয় মুহুর্তের স্বপ্নের কথা
তোমাকে আমার মনের কথা ব্যাক্ত্ করার কথা
তোমার কাছ থেকে স্বপ্নময় ‘হ্যাঁ’ উত্তর পাবার কথা
সব ই রাত্রে, গভীর রাত্রে
এসব শুনে তুমি হয়ত বলবে
আমি পুরোটাই ভারসাম্যহীন
তবুও আমি
থেকে যাবো রাতমজুর
এমনই বিরক্তিকর কিছু লেখার জন্য
রাতের মাঝে নিজেকে পাবার জন্য
জানতে - তুমি কত কাছে কিংবা
কত দূর...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।