আমাদের কথা খুঁজে নিন

   

নিতান্তই অকারনে.........

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

আজ তার অন্তস্বারে আমার দুষ্ট প্রকৃতির অবাধ মেলামেশা অবজ্ঞার দোলাচলে হাজির হয় নষ্ট অতীত ভুলে যাবার অস্তবেলায়ও শিহরিত প্রহসন বলে ফেলা ভালো; যা বলায় কৃষ্ণপক্ষ আমার আত্মারা আহা, আজ নাকি জীবনের নাশকতার প্রধম ধাপ। রাত ভোর জলডোবায়; নয়তো সে আর তার এক একটি পালক আজনায় বেফাঁস করা সরকারী আমলা মাঝ পথে ব্রেক ফেল করা মেট্টোবাস; সবই মেনে নেই আকারনে; ঘৃনার হাসিও মুখ বুঝে সয়ে যাই সয়ে যাই; যদি সুযোগ আসে একবার শেষবার; প্রসন্ন বেলার আলোয় ভালোবাসা কেড়ে নেয় তারে মোরে হারাই, হারাই, হারাই নিতান্তই অকারনে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.