আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির হরতাল প্রত্যাহার

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জরুরি’ সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারে ঘোষণা দেন চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, “কক্সবাজার, চট্টগ্রামসহ উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি। এ রকম অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে রোববারের হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। ”
খালেদা জিয়া উপকূলীয় এলাকার সাধারণ মানুষের পাশে দাঁ[ড়াতে দলের নেতা-কর্মী-সমর্থকদের নিদের্শ দিয়েছেন বলেও জানান তিনি।
এর আগে বেলা ১১টায় একই স্থানে আরেক সংবাদ সম্মেলনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিলেন তিনি।


সোম ও বুধবার দুই দফায় নয়া পল্টনে ১৮ দলের সমাবেশের অনুমতি না পাওয়ার পর সকালের ওই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সে সময় দুদু বলেন, “সভা-সমাবেশ করতে না দেয়ার সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীর মুক্তি, দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং অযোগ্য সরকারের পদত্যাগের দাবিতে আমরা আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি। ”
ওই সংবাদ সম্মেলনের পরপরই বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে গ্রেপ্তার করে পুলিশ।
অবিলম্বে  তার মুক্তি দাবি করে সন্ধ্যার সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, “রোববার হরতাল ডাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা ধারণা করছি। সরকারকে বলব, যেহেতু হরতাল প্রত্যাহার করা হয়েছে, তাই অবিলম্বে বরকত উল্লাহ বুলুসহ আটক নেতাদের অবিলম্বে মুক্তি দিন।


অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুব দল ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা সেলিম রেজা হাবিব, আবু সাঈদ খান খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আ ক ম মোজাম্মেল এ সময় উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.