তিরিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মর্যাদা পেতে সক্ষম হয়েছি। দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মক্তিযুদ্ধারা তাদের জীবন বাজি রেখে পাক হানাদারদের এদেশ থেকে তাড়িয়ে ছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু স্বাধীনতার কিছু কাল যেতে না যেতেই পরাজিত শক্তি জাতির জনককে হত্যার মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেয়। তারা বন্দুকের মুখে সামরিক শাসন জারি করে। পরে তারা তাদের অবৈধ কর্মকান্ডেক সংবিধান সংশোধনের মাধ্যেম বৈধতা প্রদান করে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতি সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ আজ তার এক রায়ে স্বৈরাচারী সামরিক একনায়ক জেনারেল এরশাদের ক্ষমতা দখল এবং পরবর্তীকালে সংবিধান সংশোধন করে তার অবৈধ কর্মকান্ডের বৈধতা প্রদান করাকে সম্পূর্ণ বেআইনী এবং অবৈধ ঘোষণা করেছে। এবং স্বৈরাচারী এরশাদকে ক্ষমতার জবর দখলকারী হিসেবে ঘোষণা করেছে। এহেন কর্মকান্ডের জন্য তাকে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করেছে। আর এজন্য তাকে শাস্তি দেয়ার বিষয়টি সরকারের উপর ছেড়ে দেয়া হয়েছে।
বর্তমান সরকারকে এদেশের জনগণ গণতন্ত্রের পক্ষের শক্তি বিবেচনা করে ক্ষমতায় বসিয়েছে। আপামর জনসাধারন বিশ্বাস করে যে মহাজোট সরকার গণতন্ত্রেক প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সকল কর্মকান্ডের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্রের চেতনাকে সুসংহত করা।
আদালত যেহেতু এরশাদের সামরিক ক্ষমতা গ্রহনকে জবর দখল বলেছে এবং তার শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনীকে বেআইনী এবং অবৈধ বলে রায় দিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করেছে । সেহেতু একমাত্র জীবিত স্বৈরশাসক হিসেবেতাকে বিচারের মাধ্যমে ফাসি দিয়ে ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
যাতে করে ভবিষ্যতে কেউ গণতন্ত্র হত্যার চেষ্টার আগে পুর্ববর্তীদের পরিনামের কথা বিবেচনা করে শিক্ষা গ্রহণ করতে পারে।
আর এতে দেশের শান্তিকামী গণতন্ত্র প্রেমী জনগণ স্বস্তির নিশ্বাস নেয়ার পাশাপাশি লাখো শহীদের আত্না শান্তি পাবে। সেসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।