আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ জীবন যেন স্বৈরাচারী

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এগুলো হলো সব জীবনের খেলা আমিও বুঝি তুমিও বোঝ তা তবুও ভাবের আদান প্রদান মেলেনা। এগুলো হলো জীবনের নিয়ন্ত্রন তোমারও উপর এবং আমারও তবুও সমান্তরাল রেখার মিল হয়না। তোমাকে আমাকে হাসায় জীবন প্রণেতা আমাকে তোমাকেই কাঁদায় সেই আবার তবুও সেই কিন্তু টেনে দেয় বারেবারে বিভেদ প্রভেদ জ্যামিতি তোমার আমার। এগুলো জীবনের স্বপ্রতিভ কোন সূত্রে আবদ্ধ, বলার মত কোন স্বঃতসিদ্ধতা জ্ঞাত নয় জীবনের জন্মনীতি জানার বড় সাধ তবুও জীবনের স্বৈরাচারী স্বভাবে ভীষন ভয়। আত্মার সরূপে প্রভেদ আছে কিনা জানা নেই সেই আত্মাই তবুও জীবনের ক্রিড়া উপাত্ত যেন আত্মাগুলো বড় বেশী শান্ত বোধ হয়; তা না হলে জীবন তাকে নিয়ে এলোপাথাড়ি খেলে কেন? ০২/০৪/০৮ ( ছবি সূত্রঃ Click This Link)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।