আমাদের কথা খুঁজে নিন

   

পাগল! তোমার অশান্তি চরমে তুলব



আমার কবিতা তোমার সঙ্গে পাগল! তোমার তালে গুড় মেসাবো তোমার মিথ্যে কে করবো সত্যি আর সত্যি কে করবো মিথ্যে........ তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো তোমার সঙ্গে মাছ মাছ খেলবো ধুম্রজলে শীতের ঠান্ডা সব তোমাকে দেবো আর রোদ মাখবো আমার গায়। পাগল! তোমার সঙ্গে যুদ্ধ করবো নির্জনে খেলতে যাব দু’কদম একান্ত গোপনে তোমার চোখের জলকে করে দেবো কাঁদা, আর সমস্ত খঁত'কে করে দেবো চোরাবালি। পাগল! তোমার অশান্তি চরমে তুলব বসন্তকে বেধেঁ রাখবো শাড়িঁর আচঁলে সমস্ত ফুল গাছেঁর গোড়াঁয় ঢেলে দেবো গরম জল পাখিদের নিয়ে যাবো বেড়াতে। পাগল! তোমাকে নিঃস্ব করে ছাড়ঁবো ভাঙব তোমার প্রিয় কাঁচের মগটা তোমার টিভির রিমোর্টের ব্যাটারি টা খুলে ফেলে দেবো মোবাইলের স্ক্রিন থেকে মুছে দেবো প্রিয় মানুষের ছবিটা শিঁয়রের কাছে থাকা প্রিয় ডায়েরিটাকে লুকিয়ে রাখবো । পাগল! তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন একবারও বলবো না ভালোবাসি একটিও চুমো কাবো না তোমার গালে আচঁড়ে দেবো না চুল।

পাগল! তোমার সঙ্গে সিনেমা দেখব বলাকা হলে মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত শোনাব মাঝরাতে তোমার সঙ্গে নৃত্যনাট্য জীবন কাটাব তোমাকে বানাবো কোমরের বিছা। পাগল! তোমার সঙ্গে খেলব জুয়া, ধরব লটারি হারিয়ে দেবো সাপ খেলাতেও তোমার সঙ্গে মেঘবৃষ্টি কাটাব জীবন। পাগল! তোমার সঙ্গে সফটওয়্যার টেস্টিং জীবন কাটাব তোমাকে বানাবো সফটওয়্যার সহস্রকোটিবার তোমাকে ডিবাগিং করবো হাজারো বার লগইন আর লগআউট। পাগল! তোমার সঙ্গে কথাশিল্প জীবন কাটাব সারারাত কথার ফুলঝুরিতে ভরে যাবে তোমার বিছানা পাগল! তোমার সঙ্গে রকমসকম কাটাব জীবন। পাগল! তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাব তুমি কিনবে ফুল, আমি ঘর সাজাবে যাবজ্জীবন পাগল! তোমার সঙ্গে জয় কিষান কাটাব জীবন তুমি হবে রাখালিয়া আর আমি কৃষানবধূ।

সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন এটা ভাঙলে ওটা গড়ব, ঢেউ খেলব দু'দশ কদম পাগল! তোমার সঙ্গে ‘রাতভোঁর’ কাটাব জীবন ঘুমের ঘরে আচমকা জেগেঁ উঠে বলবো ভালোবাসি ...............................এখনো আছে বাকি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.