আমাদের কথা খুঁজে নিন

   

খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে ৪৮ ঘণ্টার ধর্÷

খুলনার রাষ্ট্রায়ত্ত সাত পাটকলে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। গতকাল সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত। ধর্মঘট চলাকালে শ্রমিক-কর্মচারীরা স্ব স্ব মিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাতীয় মজুরি কমিশনের চতুর্থ কিস্তির টাকা ক্যাশ স্লিপে প্রদানসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিক লীগ, সংগ্রাম পরিষদ ও ঢাকা, খুলনা, চট্টগ্রাম অঞ্চলের সিবিএ-ননসিবিএ নেতারা এ ধর্মঘটের ডাক দেন। একই সঙ্গে নয় দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। জানা যায়, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের চতুর্থ কিস্তির টাকা প্রচলিত নিয়মে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিস্তির ক্যাশ স্লিপের মাধ্যমে প্রদানের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে পাটকল শ্রমিকরা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ২৪ ঘণ্টা মিল ধর্মঘটসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা। টানা নয় দিন এ কর্মসূচি পালনের পর ৪ মার্চ দুপুরে পাট মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মির্জা আজমের দফতরে বৈঠক অনুষ্ঠিত হয়। পাট প্রতিমন্ত্রী ১১ দফা বাস্তবায়নের জন্য ১১ মার্চ পর্যন্ত সময় চেয়ে নেন। গত মঙ্গলবার শ্রমিক নেতাদের সঙ্গে পুনরায় পাট মন্ত্রণালয়ে বৈঠক হয়। এ বৈঠকে শ্রমিকদের ১১ দফার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে শ্রমিক নেতারা তৎক্ষণাৎ বিজেএমসির সব পাটকলে ২৪ ঘণ্টা ধর্মঘট ও ২ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। সে অনুয়ায়ী খুলনা-যশোর অঞ্চলের সাত রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা গতকাল সকাল ৬টায় মিলের উৎপাদন বন্ধ রেখে স্ব স্ব মিল গেটের সামনে সমবেত হয়। মিল গেটে শ্রমিক সমাবেশের আয়োজন করেন শ্রমিক নেতারা। সমাবেশ শেষে রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়। আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকরা সকাল ৯টায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কে অবস্থান করে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে রাজপথে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.