বগুড়া জেলায় ভোর ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা ও ফেনীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে পুলিশ ছেড়ে দেওয়ায় তাকে কেন্দ্র করে ডাকা আজকের হরতাল প্রত্যাহার করেছে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপি।
নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে গতকাল বিকাল ৪টায় শহরের নবাববাড়ী রোডে জেলা ১৮ দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশ থেকে এ হরতালের ডাক দেয়।
জেলা ১৮ দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহাবুদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মো. শোকরানা, মাফতুন আহম্মেদ খান রুবেল, নাজমা খাতুন প্রমুখ।
ফেনী প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা, মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। গতকাল বিকালে স্থানীয় একটি হোটেলে ১৮ দলীয় নেতা-কর্মীদের সভায় এই হরতালের ঘোষণা দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।