আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে আড়ি পাতা বেআইনি ঘোষণা

মার্কিন নাগরিকদের টেলিফোনে অাঁড়িপাতা ও নজরদারির যে কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) চালিয়ে আসছে, তাকে 'অসাংবিধানিক' ঘোষণা করেছে দেশটির একটি আদালত। ওয়াশিংটন ডিসি ফেডারেল আদালতের বিচারক রিচার্ড লিওন সোমবার এক আদেশে বলেন, এনএসএর এই কর্মকাণ্ড 'অযৌক্তিক' এবং 'বেআইনি'। ল্যারি ক্লেম্যান নামের এক ব্যক্তি এনএসএর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করার পর ওয়াশিংটনের ফেডারেল আদালতের এই আদেশ এলো।

কেবল যুক্তরাষ্ট্রে নয় বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানে এই নজরদারির কারণে যুক্তরাষ্ট্র সরকার যখন সারা বিশ্বে সমালোচনার মুখোমুখি তখন আদালতের এই রায় এলো। সিআইএ'র সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন নজরদারির ওই তথ্য ফাঁস করে দেওয়ার পর এনএসএর এই নিয়ম ভাঙার বিষয়টি নজরে আসে। ফাঁস করা নথি থেকে জানা গেছে, গত দুই বছরে বিপুল সংখ্যক টেলিফোন নম্বর, ফোন কলের সময় ও তারিখসহ বিভিন্ন তথ্য এনএসএ সংগ্রহ করেছে। এভাবে কয়েক হাজারবার তারা যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। প্রাতিষ্ঠানিক আইনি সীমাও তারা মানেনি। দেশটির আইন মন্ত্রণালয় বলেছে, তারা আদালতের আদেশ ও এনএসএর তথ্য সংগ্রহের পদ্ধতি বিশ্লেষণ করে দেখছে। এদিকে আদালতের আদেশের পর স্নোডেন তার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, আমার বিশ্বাস ছিল, এনএসএর এই কার্যক্রম আদালতে গেলে বৈধতা পাবে না। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.