ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় ৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। এদিকে গতকাল বেলা ৩টার দিকে মিরসরাই থানা শিবির সভাপতি তৌহিদুল ইসলাম দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াছ জানান, বুধবার মহাসড়কে ভাঙচুর ও অগি্ন সংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের লাশ উদ্ধারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, জামায়াত নেতা আমিনুল ইসলামের জানাজা গতকাল বাড়বকুণ্ড হাইস্কুল মাঠ ও প্যারেড মাঠে সম্পন্ন করার উদ্যোগ নিলে সিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে অনুমতি না দেওয়ায় হতে পারেনি। পরে ৩টায় বারবকুণ্ডের মান্দারিটোলায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।