কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।
রসায়নে পর্যায় সারনীর গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষনা করেন আর আমরা বাংলাদেশ এ নাইন-টেন এর পোলাপাইন এটা মুখস্থ করি পরীক্ষায় উত্তীর্ন হওয়ার জন্য।
তাই আমাদের দেশে পর্যায় সারনী মুখস্থ করার জন্য বিভিন্ন সময়ে ক্ষুদে বিজ্ঞানীরা যেসব চমৎকার লাইন এর আবির্ভাব ঘটিয়েছিলেন তা সব সংগ্রহ করিয়া এখানে দিলাম। যাতে বর্তমান প্রজন্মের মুখস্থ করতে সুবিধা হয়। এর মধ্যে কয়েকটা আমার বন্ধু মোহতেশামুল হক আর খালি একটা আমার বানানো। প্রথমটা কে বানাইসে তা অবশ্য জানিনা। ঐটা সংগ্রহ।
গ্রুপ – 1A
মুল লাইনঃ হায় লিনাকে রুবি সাইজে ফেলবে ।
হায় – H - Hydrogen
লিনা – Li-Na – Lithium- Sodium (Natrium)
কে- K- Potassium (Kalium)
রুবি – Rb - Rubidium
সাইজে – Cs - Caesium (Cesium)
ফেলবে- Fr - Francium
গ্রুপ 2A
মুল লাইনঃ বেরাইলাম মাগো কানাডা, শ্রীলঙ্কা, বার্মা, রাশিয়া।
বেরাইলাম – Be - Beryllium
মাগো – Mg - Magnesium
কানাডা – Ca - Calcium
শ্রীলঙ্কা- Sr - Strontium
বার্মা – Ba - Barium
রাশিয়া – Ra - Radium
গ্রুপ 3A
মুল লাইনঃ বোরন আইলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড
বোরন – B - Boron
আইলো – Al - Aluminium (Aluminum)
গেলো – Ga - Gallium
ইন্ডিয়া – In - Indium
থাইল্যান্ড – Th- Thorium
গ্রুপ – 4A
মুল লাইনঃ কাল সিলেট গিয়ে সোনা পাব
কাল – C - Carbon
সিলেট – Se - Selenium
গিয়ে – Ge - Germanium
সোনা – Sn - Tin (Stannum)
পাবো – Pb- Lead (Plumbum)
গ্রুপ- 5A
মুল লাইনঃ নানীর পিছনে আসে সব বিড়াল
নানীর – N - Nitrogen
পেছনে – P - Phosphorus
আসে – As - Arsenic
সব – Sb- Antimony (Stibium)
বিড়াল – Bi - Bismuth
গ্রুপ – 6A
মুল লাইনঃ ওরে শয়তান শিগগিরি টেকনাফ পলা
ওরে – O - Oxygen
শয়তান – S - Sulfur (Sulphur)
শিগগিরি – Se - Selenium
টেকনাফ- Te - Tellurium
পালা- Po - Polonium
গ্রুপ 7A
মুল লাইনঃ First Class British Indian Architect
First – F - Fluorine
Class – Cl - Chlorine
British – Br - Bromine
Indian – I – Iodine
Architect – Ar - Argon
নাইন-টেন এর বায়োলোজি বইয়ে উদ্ভিদের ম্যাক্রোমৌল (MGK Café for nice CHOPS) মনে রাখার উপায় আসে মাইক্রো মৌলটা নাই। কোন সমস্যা নাই। সেটার জন্য খুব গুরুত্বপূর্ন একটা লাইন আছে।
এইটা আমার এক বন্ধু মোহতেশামুল হক প্রথমে বানাইসিল কিন্তু তাতে দুইটা মৌল বাদ পরসিল। পরে আমি আবার একটু মোডিফাই করসিলাম।
কইলাম শুনেন, কাফেরদের জীবনে বাঁচা মরার আসলে কোন মানে নাই।
কইলাম – (C)কপার
শুনেন- (Sc)স্ক্যান্ডিয়াম
কাফের– (C)কার্বন
জীবনে – (Zn) জিঙ্ক
বাঁচা- (B)-বোরন
মরার- (Mo)-মলিবডেনাম
আসলে- (Al)-আলুমিনিয়াম
কোন- (Co)-কোবাল্ট
মানে- (Mn)-ম্যাঙ্গানিন
নাই- (Na)-সোডিয়াম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।