আমাদের কথা খুঁজে নিন

   

"পর্যায় সারণি" পুঁথি

দ্বন্দ্ব হোক আদর্শিক, সংঘাত হোক বুদ্ধিবৃত্তিক- বাকি সব যুদ্ধ হারিয়ে যাক দূর-বহুদুর, আলোকবর্ষ দূর "পর্যায় সারণি" পড়ছিলাম। হঠাৎ পাগলামিটা মাথায় এলো। শীত বেশী পড়ুক না পড়ুক, পাগলের পাগলামি চলবেই- "শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন পর্যায় সারণির ইতিহাস, করিব বর্ণন। আমি, অধম শাফী বড়ই পাপী, মাফ করবেন ভুল হলে রসায়নের কিছু কথা, যাবো এখন বলে। শোন সবাই, ডোবেরিনায়, কইলেন একদিন হেঁসে তিনখান মৌল লইয়া এখন, অঙ্ক করবো কষে। কইলেন, যোগ করো-গড় বের করো, পারমাণবিক ভরের মাঝেরটা সমান দেখো, প্রথম-তৃতীয়ের গড়ের আহা! কি চমৎকার, ডোবেরিনায়, তোমার আবিষ্কার টেলুরিক স্ক্রু নিয়মখানাও, জানা যে দরকার শোন ভাইয়া, ডি কোর্টোয়া, ফরাসী বিজ্ঞানী সিলিন্ডারে গোলাকারে, মৌল সাজালেন তিনি এ যে, অবাক কর্ম, একই ধর্ম, আছে যত মৌলের ঠিক ঠিক তারা উপর নিচে, থাকে পরস্পরের গল্প আছে আরো, শোন সবে, দরকার আছে জানা জন নিউল্যান্ডস আর লুথার মেয়ার, করলেন গবেষণা তারপর, আইলেন নায়ক, জ্ঞানী সে লোক, জানায় প্রণাম রাশিয়ায় জন্ম তার, মেন্ডেলিফ নাম কইলেন, মৌলের ধর্ম মানে ক্রম, শোন দিয়া মন পারমাণবিক সংখ্যার যখন, হয় আবর্তন গুরু, নমঃ নমঃ, তোমায় নমঃ, জয় তোমার হোক আধুনিক পর্যায় সারণির, তুমিই তো জনক আছে, সাত পর্যায়, শোন গো ভাই, আছে ষোল শ্রেণী আছে, ইলেকট্রন বিন্যাস নিয়ে, কত কাহিনী তবে ত্রুটিও আছে, শোন সবে, শোন গো সবাই হাইড্রোজেনের জায়গা নিয়ে, আছে যে সংশয় বলি, একখান কথা, মনো দিয়া, সবাই মিলে শুনি বড়ই চমৎকার আবিষ্কার এই, পর্যায় সারণি বলার ইচ্ছা জাগে, যাবার আগে, ভাইজান-আপামনি এই দেশকে নিয়ে মনে মনে, কত স্বপ্ন বুনি স্বপ্ন সফল হবে, সত্যি হবে, হবেই দুঃখ দূর মোরা, সবাই মিলে জাগবো আবার, জাগবে একাত্তুর………. " জোহান উলফগ্যাং ডোবেরিনায় জন নিউল্যান্ডস ডি স্যাঁ কোর্টোয়া লুথার মেয়ার আধুনিক পর্যায় সারণির জনক দিমিত্রি মেন্ডেলিফ পুঁথিটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে - http://www.mediafire.com/?kryzwdfjums3dfd গেয়েছে প্রিয় অনুজ রাদ শারার শুভ্র  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.