কোকিল ডাকে উঠানে
(বিনয়ার লেখাটা ভাল লাগায় কপি করে দিলাম)
এই বিশ্বে একটি দেশ আছে
সে দেশটির নাম সোনার বাংলাদেশ।
এ দেশটি স্বাধীন হয়েছে
হলো বছর মাস দিন কিছু বেশ।
এ দেশে স্বাধীনতা এনেছে যে জন
তার নাম "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"
সে এ দেশটিকে খুব ভালবেশেছিল
তবুও তাকে অবোধ বাঙ্গালীর জন্য অকালে চলেযেতে হল
সে এ দেশের মানুষকে ভালবেসেছিল,
ভালবেসেছিল এ দেশের মাটিকে
সেই প্রথম মুক্তির পথ এ দেশেকে দেখিয়েছিল
তবুও রইলনা টিকে দেশটির বুকে
তাই আমরা তাকে আজ করি আহ্বান
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"
থেকনা করে আর এত অভিমান
তুমিই বড়, তুমিই মহৎ, তুমিই মহীয়ান,
গাই তোমার জয় নব উত্থান.
মহব্বতপুর
24/04/2000
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।