আমাদের কথা খুঁজে নিন

   

পাগল বিজ্ঞানী

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

কফির মগটা হাতে নিয়ে লিভিং রুমে ঢুকল নিয়াজ। পুরো নাম নিয়াজ মুর্শেদ। সোফায় দেহটা এলিয়ে দিয়ে টিভিটা জুড়ে দিল। লেট নাইট নিউজ শুনবে সে। কিছুক্ষন পর খবর শুরু হল, খবর পাঠিকা, খবর পড়ে যাচ্ছে,“মহাকাশ বিজ্ঞাণী ও অস্ত্র বিশেষজ্ঞ এ.ডি. জ্যাকশন বিভিন্ন প্রকার মরনাস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

তার বিরুদ্ধে সাক্ষি দিচ্ছেন তার গবেষণা সহকারি ম্যাক। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় জ্যাকসন এখন গৃহ বন্দি হয়ে আছেন .. .. ..” এরপর অন্যান্য খবর দেখে নিজের কাজে মোনযোগ দিল। দুই দিন পরে সকালে খবরের কাগজটা হাতে নিয়েই লাফিয়ে উঠল নিয়াজ! ’বিজ্ঞানী জ্যাকসন পলাতক, ১২ পুলিশ নিহত’ দ্রুত বাকিটা পড়তে থাকে নিয়াজ,“শেষ কয়েকটা লাইনের নিচে দাগ দেয় সে ”লগ বুক থেকে জানা যায় রাত ১২ টার সময় জ্যাকসন একটি ফোন নাম্বারে কল করে। এদিকে ডেড বডি পরীক্ষা করে জানা যায় প্রায় রাত ১ টার দিকে পুলিশগুলো মারা যায়। প্রতিটি পুলিশের দেহে সায়ানাইট পুশের মাধ্যমে মারা হয়।

এদিকে একটি এক্সিডেন্টে ম্যাক ডোনাল্ডের ড্রাইভার আহত হয়েছেন। সে সময় ম্যাক গাড়িতে ছিলেন, তাই ধরে নেয়া হচ্ছে ম্যাক ডোনাল্ডকে অপহরণ করা হয়েছে। ম্যাকের ড্রাইভার জানায় পেছন থেকে এটি হলুদ টয়োটা তাদের গাড়িকে আঘাত করে খাদে ফেলে দেয়। বিশ্ব গোয়েন্দা সংস্থার ১০ সদস্যের একটি টিম ঘটনা স্থলে পৌচেছে। ” ফোনের শব্দ শুনে উঠে গিয়ে ফোন ধরল নিয়াজ, “হ্যালো নিয়াজ মুর্শেদ বলছি।

” +“হ্যালো নিয়াজ মুর্শেদ বলছি... শালা বিয়ে থা কিছু করেছিস; যে মিসেস নিয়াজ ফোন রিসিভ করবে?” =“প্রিন্স!!! কখন ফিরলি?” +“রাতে ফিরেছি। তা কিরে কোন কেস পেলি নাকি?” =“শোন, এখন অফিসে আসতে পারবি?” +“তাহলে কেস পেয়েছিস না?” =“এসেই শুনিস” রহস্য ভরা কন্ঠে জবাব দেয় নিয়াজ। +"কেসটা কি শুনি?” =“অত ব্যাস্ত হচ্ছিস কেন, নে পড়” পেপার কাটিংগুলো এগিয়ে দেয় নিয়াজ। প্রিন্স পড়া শেষে মুখ তুলে তাকায় +“বাহ দারুন! হাতে নিয়েছিস?” =“নাহ। দেখতেই পাচ্ছিস, কেসটা বিশ্ব গোয়েন্দা সংস্থা হাতে নিয়েছে।

” +“ইস!!! ঘটনা স্থল থেকে একবার ঘুরে আসতে পারলে হত!” =“তো চল দেখে আসি। ” +“সাধারণ জনগনের প্রবেশ নিষেধ যে। ” =“তো আমরা কি সাধারণ?” +“কেসটা যেহেতু আমাদের সংস্থা পায়নি সেহেতু আমরা সাধারণ। তাছাড়া আইডি দেখিয়ে হয়ত আমরা ঘটনা স্থলে যেতে পারব, সেটাকি অন্যের ব্যাপারে নাক গলানো হয়ে যাবে না?” =“তা বটে। তো কি করবি এখন?” +“কি আর করা।

অপেক্ষা করি দেখি ঘটনা কোন দিকে মোড় নেয়। ” পাগল বিজ্ঞানী-২ পাগল বিজ্ঞানী-৩ পাগল বিজ্ঞানী-৪ পাগল বিজ্ঞানী-৫ পাগল বিজ্ঞানী-৬/শেষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.