শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
খালেদা বলেন, “সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বহু মানুষ হতাহত এবং ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। আমি আহতদের দ্রুত সূচিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসনে পর্যাপ্ত সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ”
বিরোধী দলীয় নেতা ঘূর্ণিঝড়ে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ঘর ও গাছ চাপা পড়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।
ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবারই ১০ কোটি টাকা এবং পাঁচ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।
এদিকে বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান দুদু খালেদার জিয়ার পক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকসহ সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুদু বলেন, “বিএনপির জনপ্রিয়তা নেই- এটা প্রমাণ হবে নির্বাচনে। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সিংহাসন ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
আমরা নির্বাচন করে তা মোকাবিলা করতে চাই। আপনি সিংহাসনে বসে প্রজার মতো আমাদের দেখবেন। আর প্রজা হয়ে আমরা নির্বাচন করবো, তা গ্রহণযোগ্য নয়। ”
তিনি বলেন, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে তারা রোববারের হরতাল প্রত্যাহার করেছেন। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, আটক নেতাদের মুক্তির দাবিতে তাদের আন্দোলন চলবে।
দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও সালাহউদ্দিন আহমেদসহ আটক নেতাদের মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, “জামিন পেয়ে মুক্তির পর সালাহউদ্দিন আহমেদকে কারাফটক থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। এ ধরনের গ্রেপ্তার নিন্দনীয়। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।