আমাদের কথা খুঁজে নিন

   

মালয়শিয়ায় দুর্ঘটনায় নিহত ৩৭, বাংলাদেশি আহত

বুধবার কুয়ালালামপুরের অদূরে জনপ্রিয় বিরোদনকেন্দ্র জেনটিং হাইল্যান্ডস থেকে ফেরার পথে ৫৩ জন যাত্রী নিয়ে রাস্তা থেকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায় বাসটি।
মালয়েশিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার চোংয়ের বরাত দিয়ে স্থানীয় একটি বার্তা সংস্থা জানায়,  নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী।
এছাড়া আরো ১৬ জনকে হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে স্টার ট্রিবিউন লিখেছে, “নিহতদের সবার জাতীয়তা জানা যায়নি। তবে যাদের আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিকও রয়েছেন।”
স্থানীয় গণমাধ্যমে এই বাস দুর্ঘটনাকে উল্লেখ করা হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসাবে। দুর্ঘটনাকবলিত বাসটি মালয়শিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষের কালো তালিকাভুক্ত ছিল বলে মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।