আরো চার বাংলাদেশিসহ ১৬ জনকে উদ্ধারকর্মীরা হাসপাতালে ভর্তি করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বুধবার কুয়ালালামপুরের অদূরে জনপ্রিয় বিরোদনকেন্দ্র গেনটিং হাইল্যান্ডস থেকে ফেরার পথে ৫৩ জন যাত্রী নিয়ে রাস্তা থেকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায় বাসটি।
মালয়েশিয়ার দমকল বাহিনীর কর্মকর্তা ক্রিস্টোফার চোংয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক নিপেন্দ্র চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন চার বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই চার বাংলাদেশি হলেন- সৈয়দ আলী হায়দার (৪৫), রওনক আরেফিন (১৪), রাশিদা ভূঁইয়া (৫০) ও রেজওয়ান আরেফিন (২৪)।
তবে তাদের বিস্তারিত পরিচয় বা ঠিকানা কুয়ালালামপুরের বাংলাদেশ মিশন জানাতে পারেনি।
নিহত বাংলাদেশির পরচয়ও জানাতে পারেননি নিপেন্দ্র চন্দ্র দেবনাথ।
স্থানীয় গণমাধ্যমে এই বাস দুর্ঘটনাকে উল্লেখ করা হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসাবে। দুর্ঘটনাকবলিত বাসটি মালয়শিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষের কালো তালিকাভুক্ত ছিল বলে মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।