আমাদের কথা খুঁজে নিন

   

মালয়শিয়ায় বাংলাদেশি পণ্যের মেলা আগস্টে

আগামী ১৪ থেকে ১৬ আগস্ট কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ট্রেড ইন বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে।
রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস।
প্রতিষ্ঠাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, মেলায় বাংলাদেশি পণ্যের মোট ২৪২টি স্টল অংশ নিতে পারবে। এছাড়া দেশের ৩০০টি শুল্কমুক্ত পণ্যের পাশাপাশি অংশ নিতে পারবে সফটওয়্যার, ট্যুরিজম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও।
“বিজেএমইএ ও মালয়েশিয়া এসএমই মেলার পার্টনার হিসেবে কাজ করছে। এছাড়া মেলায় মালয়েশিয়া টুরস এন্ড ট্রাভেল এজেন্সি মাট্রা অংশ নিচ্ছে।”
মেলায় বাংলাদেশের পর্যটন নিয়ে সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনী করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
‘ট্রেড ইন বাংলাদেশ’ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে www.tradeinbangladesh.com ওয়েবসাইটে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।