আমাদের কথা খুঁজে নিন

   

নিস্পাপ শিশু আয়ান

............................................

আমার এই ভাগ্নেটার বয়স ৬ মাসও হয়নি। অথচ এর মা এর সম্পর্কে নানান অভিযোগ করে। সে নাকি প্রচন্ড জেদ করে, রাগে দাঁত কিড়মিড় করে এবং মাঝে মাঝে সে রাগে ক্রোধে কামড়ও দেয়। অথচ এর বেশ কিছু ছবি আর বয়স নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে আসলাম তার এখন দাঁত ওঠার বয়সই হয়নি। কামড় দেয়া, কিড়মিড় করা এগুলো দূরের ব্যাপার।

একদিন ওর মা মানে আমার সেই বোনকে বললাম অযথা শিশুটার সম্বন্ধে এরকম দোষারোপ না করতে। সে কোনোভাবেই অপরাধ স্বীকার না করে বললো, জানিস ওর মাড়ি কি শক্ত! আমি নিশ্চিত কয়েকদিন পর এই মিষ্টি হাসির নিস্পাপ শিশুটা পিটানও খাবে। সেদিন শুনলাম, যখন চিপেচিপে তাকে জোর করে খাওয়ানো হয় তখনই সে রেগে যায়। এতে তো রাগাটাই স্বাভাবিক। আমার এখনই এর ভবিষ্যতের কথা ভেবে মায়া লাগছে।

এই পোস্টটা টুশকাকে উৎসর্গ করা হলো, সেই মনেহয় একমাত্র ব্যক্তি যে আমার সব আবজাব পোস্ট অতি মনোযোগ সহকারে পড়ে দেখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.